লক্ষ্মীপুরে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১১ জানুয়ারি) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান।
সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. আবু তারেক, সেনাবাহিনীর মেজর জিয়া উদ্দিন আহমেদ, পৌর প্রশাসক জসীম উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক মো. মেজবা উল আলম ভূঁইয়া, লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি আ হ ম মোশতাকুর রহমান, সাধারণ সম্পাদক সাঈদুল ইসলাম পাবেল প্রমুখ।
সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে অবাধ ও সুষ্ঠু করা, অবৈধ অস্ত্র উদ্ধারসহ চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতারে চিরুনি অভিযান পরিচালনাসহ গুরুত্বপূর্ণ নানা বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়।
জেলা প্রশাসক সম্মিলিতভাবে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।