ডিসেম্বর ২৮, ২০২৫

লক্ষ্মীপুর প্রেস ক্লাব নির্বাচন ২০২৬-২০২৭ ৩০ ডিসেম্বর ভোটগ্রহণ

0
1766909631591

লক্ষ্মীপুর প্রেস ক্লাব নির্বাচন ২০২৬-২০২৭
৩০ ডিসেম্বর ভোটগ্রহণ।। নির্বাচন কমিশনের প্রস্তুতি সম্পন্ন

লক্ষ্মীপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৬-২০২৭ আগামী ৩০ ডিসেম্বর ২০২৫ মঙ্গলবার সকাল ৯ টা থেকে ৩ টা পর্যন্ত একটানা।

প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে ১১ টি পদে ২৫ জন প্রার্থী রয়েছেন। ক্লাবের ৯০ জন ভোটার ভোট দেবেন।

নির্বাচন কমিশন স্বচ্ছ ও সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে বদ্ধপরিকর। সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে কমিশন জানায়।

২৭ডিসেম্বর নির্বাচন কমিশন নির্বাচনের প্রার্থীদের নিয়ে প্রেসক্লাবে এক মতবিনিময় সভার আয়োজন করে। সভায় প্রধান নির্বাচন কমিশনার গাজী গিয়াস উদ্দিন নির্বাচনী আচরণ বিধি ঘোষণা করেন। বিভিন্ন পদে প্রার্থীগণ তাঁদের মতামত ব্যক্ত করেন এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে কমিশনকে সার্বিক সহযোগিতার প্রতিশ্রুতি দেন।
এসময় নির্বাচন কমিশনের সদস্যদের মধ্যে কাজী মাকছুদুল হক, মো. কামাল উদ্দিন ও রেজাউল করিম পারভেজ উপস্থিত ছিলেন।

নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সংশ্লিষ্ট সবার সার্বিক সহযোগিতা কামনা করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *