লক্ষ্মীপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলা হলরুমে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ১,৯০০ কৃষককে বোরো ধানের উফশী ও হাইব্রিড বীজসহ সার সহায়তা প্রদান করা হবে।
এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা, উপজেলা কৃষি কর্মকর্তা হাসান ইমাম, উপজেলা বিআরডিবি কর্মকর্তা কামরুল হাসানসহ অন্যান্য কর্মকর্তা।