সহকারী অধ্যাপক পদে ভূতাপেক্ষ পদোন্নতির দাবিতে প্রভাষকদের কর্মবিরতি

লক্ষ্মীপুর সরকারি কলেজে সহকারী অধ্যাপক পদে ভূতাপেক্ষ পদোন্নতির দাবিতে “No Promotion No Work” কর্মসূচি পালন করেছেন বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের প্রভাষকেরা।
রবিবার (১৬ নভেম্বর) সকালে কলেজের প্রশাসনিক ভবনের সামনে প্রভাষক পরিষদের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে বক্তারা বলেন, ৩২তম থেকে ৩৭তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের সকল যোগ্য প্রভাষকের পদোন্নতির প্রক্রিয়া দীর্ঘদিন ধরে ঝুলে আছে। দ্রুত প্রজ্ঞাপন (জিও) জারি না হওয়া পর্যন্ত তাঁরা এই কর্মসূচি অব্যাহত রাখবেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,মীর মাহবুবুর রহমান, প্রভাষক, বাংলা বিভাগ (৩৩তম বিসিএস) হোসনে মোবারক রাজু, প্রভাষক, রসায়ন বিভাগ (৩৫তম বিসিএস)
প্রভাষক পরিষদ জানায়, প্রশাসনিক জটিলতার অজুহাতে পদোন্নতি আটকে রাখা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ না করলে তারা আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেবেন।
