মোঃ রাসেল
লক্ষ্মীপুরে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেন জামায়াত মনোনীত লক্ষ্মীপুর -৩ আসনের এমপি প্রার্থী ড.রেজাউল করিম।
রবিবার (১৬ই নভেম্বর) সকালে শহরের ইলেভেন কেয়ার একাডেমির স্কুল প্রাঙ্গনে লক্ষ্মীপুর শহর ও চন্দ্রগঞ্জ জামায়াতের আয়োজনে এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এইসময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহ সেক্রেটারি মাওলানা নাছির উদ্দীন মাহমুদ, শহর জামায়াতের আমীর এডভোকেট আবুল ফারাহ নিশান, নায়েবে আমীর মাওলানা জহিরুল ইসলাম, জেলা যুব বিভাগের সভাপতি শামছুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এইসময় পৌর শহরের বিভিন্ন ওয়ার্ডের অসহায় প্রতিবন্ধী ৩০জন ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়।
ড.রেজাউল করিম বলেন, প্রতিবন্ধীরা দেশের ও পরিবারের বোঝা নয় তারা দেশের সম্পদ। তাদের কে সঠিকভাবে পরিচর্যা করলে দেশের সম্পদে পরিণত হবে। এই প্রতিবন্ধীদের জন্য সরকারের যে বরাদ্দ দেওয়ার কথা ছিল তা না দিতে পারা সরকারের ব্যর্থতা। সরকারের দেওয়া বিভিন্ন ভাতার টাকাও অসাধু উপায়ে যারা মেরে খায় তাদের প্রতি ধিক্কার। তাদের কে বলবো আপনারা প্রয়োজনে ভিক্ষা করে খান। তারপরেও এতিম, অসহায়, প্রতিবন্ধীদের অর্থ আত্মসাৎ করবেন না। আগামীদিনে দাঁড়িপাল্লা প্রতীকে বিজয়ী হলে লক্ষ্মীপুরে প্রতিবন্ধীদের সেবার জন্য আলাদা হাসপাতাল স্থাপন করবো।