লক্ষ্মীপুরে 'কর্মস্থলে ডায়াবেটিস সচেতনতা গড়ে তুলুন' এ প্রতিপাদ্য নিয়ে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে বিশ্ব ডায়াবেটিস দিবস উদযাপন করা হয়েছে।
শুক্রবার(১৪ নভেম্বর) সকালে লক্ষ্মীপুর ডায়াবেটিক হাসপাতালের উদ্যোগে এ আয়োজন করা হয়। বিভিন্ন শ্রেণি পেশার প্রনিধিদের অংশগ্রহণে র্যালিটি লক্ষ্মীপুর-রামগতি সড়ক প্রদক্ষিণ করে।
লক্ষ্মীপুর ডায়বেটিক সমিতির সভাপতি মইনুদ্দিন চৌধুরী কামরুর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির যুগ্ম-মহাসচিব ও লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের ধানের শীষের প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।
লক্ষ্মীপুর ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন চৌধুরী আরিফের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন বাফুফের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, বিএনপি নেতা হাফিজুর রহমান, আবুল হাশেম, সদর (পূর্ব) উপজেলা বিএনপির সভাপতি মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ ও সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ এমরান প্রমুখ।
বক্তারা বলেন,ডায়াবেটিস এখন নীরব মহামারি। জীবনযাপনে অনিয়ম, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, স্থুলতা ও শারীরিক পরিশ্রমের অভাবই ডায়াবেটিস বৃদ্ধির মূল কারণ। সচেতনতা, শৃঙ্খলা ও জীবনধারার পরিবর্তনই এই ঘাতক রোগকে নিয়ন্ত্রণে আনতে পারে।