লক্ষ্মীপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন

লক্ষ্মীপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও র্যালি
সড়ক দুর্ঘটনা প্রতিরোধে জনগণের সচেতনতা বৃদ্ধির পাশাপাশি ট্রাফিক আইন কঠোরভাবে মানার বিকল্প নেই। চালক, পথচারী ও যাত্রী সবার দায়িত্বশীল আচরণই পারে দুর্ঘটনা কমাতে সহায়ক ভূমিকা রাখবে।
মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি,কমবে জীবন ও সম্পদের ক্ষতি এই প্রতিপাদ্যকে সামনে রেখে লক্ষ্মীপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে র্যালি পরবর্তী আলোচনা সভা সভাপতির বক্তব্য জেলা প্রশাসক রাজীব কুমার সরকার এসব কথা বলেন।
বুধবার (২২ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও বিআরটিএ লক্ষ্মীপুর সার্কেলের যৌথ উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলা প্রশাসক রাজীব কুমার সরকার এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্র্যাট মেজবা উল আলম ভূঁইয়া ,সড়ক বিভাগের উপপরিচালক মোঃ মোশাররফ হোসেন, ট্রাফিক ইন্সপেক্টর সদর মোঃ ফারুক হোসেন,বিআরটিএ লক্ষ্মীপুর সার্কেলের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুন, বিআরটিএ ইন্সপেক্টর প্রণব চন্দ্র নাগ, ডা.নাহিদ রায়হান, নিরাপদ সড়ক চাই (নিসচা) লক্ষ্মীপুরের ভারপ্রাপ্ত সভাপতি সেলিম উদ্দিন নিজামী প্রমুখ
প্রতিটি জীবন মূল্যবান। অযথা তাড়াহুড়া, মোবাইল ব্যবহার বা অসাবধানতা যেন কারও প্রাণ কেড়ে না নেয়।এই প্রতিজ্ঞা থেকেই আমাদের যাত্রা শুরু করতে হবে। সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে সুশৃঙ্খল যান চলাচল, ড্রাইভারদের প্রশিক্ষণ, গাড়ির ফিটনেস পরীক্ষা ও পথচারীদের সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
