অক্টোবর ২১, ২০২৫

দেশ থেকে দুর্নীতিকে বিতাড়িত করতে চাই : রেজাউল করিম

0
WhatsApp Image 2025-10-20 at 15.25.20_9b42c7b8

বাংলাদেশ থেকে দুর্নীতিকে বিতাড়িত এবং দুর্নীতিকে জিরোতে নিয়ে যেতে চান বলে মন্তব্য করেছেন জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারী ড. মোহাম্মদ রেজাউল করিম।

তিনি বলেছেন, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ডক্টর ও অনেক বড় ডিগ্রিধারী দিয়ে বাংলাদেশের পরিবর্তন হবে না। ৪ বার বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয় হয়েছে। যারা বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নিয়ে এসেছে, রাজনীতি করে, যারা সচিব হয়েছে, যারা বাংলাদেশকে নিয়ন্ত্রণ করে তাদের কারণে বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়নশীপ অর্জন করেছে। সব জায়গা আমরা দুর্নীতিকে না বলে দেবো। আমরা কেউ দুর্নীতি করবো না। দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়তে হবে।

সোমবার (২০ অক্টোবর) দুপুরে লক্ষ্মীপুরের কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে ক্যারিয়ার গাইড লাইন ও নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রেজাউল করিম বলেন, আমরা শিক্ষার্থীদের মেধা এবং নৈতিকতার সমন্বয়ে একটি বাংলাদেশের স্বপ্ন দেখি। নবীনরা শুধুমাত্র জ্ঞানের আলো জ্বালাবে না, তাদের জ্ঞানের আলোর সাথে সাথে নৈতিকতার উদ্ভাসিত শক্তি দিয়ে গোটা জাতিকে গড়ে তুলতে হবে।

চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে ও কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ শিবিরের সভাপতি আইয়ুব হোসেন ফাহিমের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) জিএস মাজহারুল ইসলাম, লক্ষ্মীপুর শহর শিবির সভাপতি একেএম ফরিদ উদ্দিন প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ