ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমীর মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম বলেছেন,“শুধু রাস্তাঘাট উন্নয়নই একজন এমপির দায়িত্ব নয়। এসব হলো শুভঙ্করের ফাঁকি। তারা উন্নয়নের কথা বলে ইসলামের বিরুদ্ধে আইন পাশ করছে। অথচ একজন এমপির মূল কাজ হলো আইন প্রণয়ন করা। ইসলামের পক্ষে বা বিপক্ষে যে আইন হয়, তার দায় ভোটারদেরও নিতে হবে। ইসলামের পক্ষে ভোট দিলে তার বরকতও ভোটাররাই পাবেন।
শনিবার (১৯ অক্টোবর) বিকেলে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার জিয়া অডিটরিয়ামে দলটির রামগঞ্জ উপজেলা শাখার নির্বাচনী প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মুফতি ফয়জুল করীম আরও বলেন, অনেকে আমাকে জিজ্ঞেস করে, আওয়ামী লীগের নেতারা পালিয়ে গেছে, কিন্তু তাদের ভোটাররা পালায়নি, তারা ভোট দিবে কাদের.? আমি স্পষ্ট বলছি, যাদের মাধ্যমে তাদের জানমালের নিরাপত্তা পাবে তাঁদেরকেই ভোট দিবে। হিন্দুরাও তাদের জানমালের নিরাপত্তা যেখানে পাবে, সেখানেই ভোট দেবে। ইসলামী আন্দোলন ক্ষমতায় গেলে দেশের প্রত্যেক নাগরিকের জানমালের গ্যারান্টি দেওয়া হবে।
তিনি আরও বলেন, “৫৪ বছরে যে উন্নয়ন হয়েছে, ইসলামী আন্দোলন ইনশাআল্লাহ ক্ষমতায় এলে তার চেয়ে বেশি উন্নয়ন ৫ বছরেই সম্ভব। আমাদের লক্ষ্য কেবল রাস্তা-ঘাট নির্মাণ নয়, ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা।
এসময় আরও ছিলেন দলের যুগ্ম মহাসচিব মাওলানা ইমতিয়াজ আলম, সাংগঠনিক সম্পাদক শাহ ইফতেখার তারিক, জেলা ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা দেলাওয়ার হোসাইনসহ কেন্দ্রীয় স্হানীয় নেতারা।