লালন সাঁইয়ের ১৩৫তম তিরোধান দিবস উপলক্ষে লক্ষ্মীপুরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় শহরের টাউন হলে জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমি এ আয়োজন করে। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার।
এ সময় আরও উপস্থিত ছিলেন, পৌর প্রশাসক মো. জসিম উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক সম্রাট খীসা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা।
বক্তারা বলেন, সাংস্কৃতিক অঙ্গনে লালনের অবদান ও তার কর্মময় জীবন নিয়ে আলোকপাত করেন।
পরে লালন সংগীত ও নৃত্য পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা।