লক্ষ্মীপুরে নকল খতিয়ান উপস্থাপন করে নামজারির আবেদ করায় মো: মিরন ভূঞাঁ নামে এক যুবকের সাত দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জামশেদ আলম রানা এ দণ্ড দেন। দণ্ডপ্রাপ্ত মিরন সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের ধর্মপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা জানান, সরকারি আদেশ অমান্য করে নকল খতিয়ান উপস্থাপন করে নামজারির আবেদন করায় দন্ডবিধি ১৮৬০ অনুযায়ী একজনকে সাতদিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।