রূপালী ব্যাংক পিএলসি-এর লক্ষ্মীপুর কর্পোরেট শাখায় "গ্রাহক সেবা পক্ষ" উপলক্ষে সোমবার ( ১৫ সেপ্টেম্বর ) বিকেলে তারুণ্যের শক্তিকে উজ্জীবিত করতে তরুণদের মাঝে আর্থিক সাক্ষরতা বিষয়ক বিশেষ সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাখার সম্মানিত ব্যবস্থাপক জনাব মোহাম্মদ মুছলেহ উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপালী ব্যাংক পিএলসি-এর লক্ষ্মীপুর জোনের উপ-মহাব্যবস্থাপক জনাব বিজন কুমার ভৌমিক।
বিশেষ অতিথি ছিলেন সহকারী মহাব্যবস্থাপক জনাব আনোয়ার হোসেন এবং সহকারী মহাব্যবস্থাপক জনাব ইলিয়াস মিয়া।
সভায় বক্তারা বলেন, অর্থনৈতিকভাবে সচেতন ও দক্ষ প্রজন্মই একটি দেশের উন্নয়নের মূল চালিকাশক্তি। রূপালী ব্যাংক তরুণদের মাঝে ব্যাংকিং সচেতনতা, সঞ্চয়ের অভ্যাস এবং ডিজিটাল লেনদেন ব্যবস্থার বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, ব্যাংকের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।