সেপ্টেম্বর ১৬, ২০২৫

লক্ষ্মীপুরে ১৫০০ শিক্ষার্থীর মাঝে স্কুলড্রেস বিতরণ

0
IMG-20250916-WA0026

লক্ষ্মীপুরে প্রাথমিক পর্যায়ে সদর উপজেলাধীন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১ হাজার ৫শ জন শিক্ষার্থীকে নতুন স্কুলড্রেস দেওয়া হয়েছে।

সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন এ আয়োজন করে।

সদর উপজেলা নির্বাহী র্কমর্কতা (ইউএনও) জামশদে আলম রানার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার।

এদিকে একই সময়ে পৃথক ব্যানারে ৭০টি মাধ্যমিক, উচ্চ মাধ্যমকি ও মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী হস্তান্তর করা হয়। এছাড়া ছাত্রীদের জন্য ১৫ টি প্রতিষ্ঠানে একটি করে স্যানেটারি প্যাড ও ভেন্ডিং মেশিন বিতরণ করা হয়।

এসময় সদর উপজলো সহকারী কমিশনার (ভূমি)অভি দাশের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা র্কমর্কতা গৌতম চন্দ্র মিত্র ও জেলা প্রাথমকি শিক্ষা র্কমর্কতা মোহাম্মদ সাজ্জাদ প্রমুখ।

জেলা প্রশাসক বলেন, শিক্ষা ব্যবস্থাকে ত্বরান্বিত করতে বিভিন্ন উদ্যোগের অংশ বিশেষ এ আয়োজন। এতে শিক্ষার্থীরা উৎসাহিত হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *