লক্ষ্মীপুরে ৭৮ টি পূজা মন্ডপে শারদীয় দুর্গাপূজা উদযাপনের আয়োজন চলছে।
এ উপলক্ষে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে হিন্দু সম্প্রদায়ের নেতাদেরকে নিয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসক রাজিব কুমার সরকারের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন পুলিশ সুপার আকতার হোসেন, সেনাবাহিনীর লক্ষ্মীপুর ক্যাম্পের ক্যাপ্টেন রাহাত খান, র্যাব-১১ এর নোয়াখালী ক্যাম্পের কোম্পানী কমান্ডার (ভারপ্রাপ্ত) মিঠুন কুমুর কুণ্ডুসহ সরকারের বিভিন্ন স্তরের কর্মকর্তা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, পূজা উদযাপন পরিষদ ও বাংলাদেশ হিন্দু কল্যাণ ফ্রন্টের নেতৃবৃন্দ।
সভায় মন্ডপের দায়িত্বরতরা বিভিন্ন সমস্যা ও সীমাবদ্ধতার কথা তুলে ধরে নিরাপত্তা চান। প্রশাসনও নিরাপত্তা ব্যবস্থা জোরদারের সিদ্ধান্ত নেন। অপ্রীতিকর ঘটনা এড়াতে কঠোর নজরদারী থাকবে বলে জানানো হয়।