লক্ষ্মীপুর সদর উপজেলা ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে এস এম আজাদ সভাপতি, তোফায়েল আহমেদ সবুজ সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক মাছুম হোসেন নুর নির্বাচিত হয়েছেন। গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটের মাধ্যমে এ কমিটির নেতৃত্ব নির্বাচন করা হয়।
শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও সদর (পূর্ব) বিএনপির যুগ্ম আহবায়ক মোফাজ্জল হোসেন রনি কমিটি ঘোষণা করেন।
তিনি বলেন, কমিটিতে সভাপতি ও সাংগঠনিক সম্পাদক বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন। সাধারণ সম্পাদক পদে শনিবার সকাল ৯ টা থেকে ১২ টা পর্যন্ত ভবানীগঞ্জ কলেজে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে মোরগ প্রতীকে তোফায়েল ও মাইক প্রতীকে আলাউদ্দিন প্রতিদ্বন্দ্বিতা করে। এরমধ্যে তোফায়েল সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
এদিকে ভোট চলাকালীন সময়ে কলেজ প্রাঙ্গণে নেতাকর্মী ও প্রার্থীর সমর্থকদের উৎসব দেখা যায়। উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষে দুপুরে ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা।