সেপ্টেম্বর ১৫, ২০২৫

লক্ষ্মীপুরে শিল্পকলা একাডেমি সম্মাননা পেলেন ১৯ গুণী শিল্পী

0
IMG-20250913-WA0000

লক্ষ্মীপুরে ১৯ জন গুণী শিল্পিকে শিল্পকলা একাডেমি সম্মাননা প্রদান করা হয়েছে।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় লক্ষ্মীপুর টাউন হল ও পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এ আয়োজন করা হয়। বিভিন্ন বিষয়ে নৈপুন্য অর্জনকারী শিল্পিদেরকে এ সম্মাননা দেওয়া হয়। পরে শিল্পকলা একাডেমির শিল্পীদের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন অতিথিরা।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সম্রাট খীসার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক রাজীব কুমার সরকার।

বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুর পৌর প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জসীম উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহম্মদ রেজাউল হক প্রমুখ।

আয়োজকরা জানায়, জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে ২০১৭ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত বিভিন্ন বিষয়ে গুণী শিল্পীদেরকে এ সম্মাননা দেওয়া হয়। এরমধ্যে কণ্ঠ সংগীত, নাট্যকলা, আবৃত্তি, যন্ত্রসংগীত, লোক সংস্কৃতি, যাত্রাশিল্প ও চারুকলা বিষয়ে গুণীরা রয়েছেন।

প্রধান অতিথির বক্তব্যে রাজীব কুমার সরকার বলেন, শিল্পীদেরকে তাদের প্রাপ্য সম্মান থেকে বঞ্চিত করা একটি বড় ধরণের অপরাধ। আমরা এই অপরাধের দায়ভার নিতে চাই না। আমরা চাই প্রত্যেক বছর নিয়মিতভাবে যেন গুণী শিল্পীরা শিল্পকলা একাডেমি সম্মাননা পায়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *