সেপ্টেম্বর ১১, ২০২৫

লক্ষ্মীপুরে সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি শীর্ষক সেমিনার

0
IMG-20250911-WA0008

লক্ষ্মীপুরে মানুষের ‘সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ সেপ্টম্বর) দুপুরে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালকের কার্যালয়ের মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

জানা গেছে, কৃষি মন্ত্রণালয়ের অধীনস্থ বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটন) চট্টগ্রাম বিভাগীয় আঞ্চলিক কার্যালয় নোয়াখালী সুবর্ণচর শাখা লক্ষ্মীপুরের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও সাংবাদিকদের নিয়ে ফলিত পুষ্টি শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়।

লক্ষ্মীপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ জহির আহমেদের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বারটনের নোয়াখালীর উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. নুর আলম সিদ্দিকী।

প্রবন্ধ উপস্থাপনে সুষম ও বৈচিত্রপূর্ণ খাদ্যাভ্যাস তৈরিন করে মেধাসম্পন্ন জাতি গড়তে পুষ্টিজনিত খাবার নিয়ে তথ্যবহুল আলোচনা করেন এ কর্মকর্তা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *