সেপ্টেম্বর ১০, ২০২৫

সাংবাদিক কল্যাণ ট্রাষ্টের আর্থিক সহায়তা পেলেন লক্ষ্মীপুরের ২৩ জন

0

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাষ্টের পক্ষ থেকে লক্ষ্মীপুর জেলার ২২ জন সাংবাদিকক ৫০ হাজার টাকা ও মৃত্যুজনিত কারণে এক পরিবারকে ১ লাখ টাকাসহ ১২ লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে তাদের আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়। এ আয়োজনে জেলা প্রশাসক রাজিব কুমার সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ট্রাষ্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আব্দুল্যাহ। অতিরিক্ত জেলা প্রশাসক সম্রাট খীসার সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা তথ্য কর্মকর্তা বিশ^জিত রায়, প্রেসক্লাবের সভাপতি হোসাইন আহমদ হেলাল, সাধারণ সম্পাদক সাঈদুল ইসলাম পাবেল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক সেলিম উদ্দিন নিজামী, এম তৌাহিদুর রহমান রেজা, সাইফুল ইসলাম স্বপন, প্রমুখ।

জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, সাংবাদিকতা পেশা অন্যতম ঝুকিপূর্ণ পেশা। ট্রাষ্টের এ উদ্যোগ প্রশংসনীয় এবং স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠায় উৎসাহ প্রদান করবে এ সহয়াতা।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, প্রতিবছর ৪ বারে অসুস্থ্য, অসচ্ছল সাংবাদিকদের সহায়তা করছে ট্রাষ্ট। এছাড়া বয়স্ক সাংবাদিকদের মাসিক ভাতা প্রদানের উদ্যোগ নিয়েছে সরকার।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *