লক্ষ্মীপুরের কমলনগরে জোর পূর্বক জমি দখলের চেষ্টায় প্রতিপক্ষের হামলায় ৪জন আহত হয়েছে।
মঙলবার (৯সেপ্টেম্বর) সকালে উপজেলার চর লরেন্স ইউনিয়নের আর্দশগ্রামে এঘটনা ঘটে। এতে আহত হন-মো.সাহাব উদ্দিন (৫২) পিতা-মো.মোস্তফা, রাবেয়া সুলতানা রিনা (৪০) স্বামী-মো.সাহাব উদ্দিন, নুর আলম (৫০) পিতা-জালাল আহম্মদ, মো.বাহার উদ্দিন (৪৮) পিতা-মো.মোস্তফা। উভয় উপজেলার চর লরেন্স ইউনিয়নের বাসিন্দা।
মো.সাহাব উদ্দিন বলেন, গত দুই বছর পূর্বে আবুল কালামের নিকট হইতে তার ভাই ৫৬শতাংশ বসত বাড়িসহ জমি ক্রয় করেন। জমির মূল্য হিসেবে ৪৫লাখ টাকা পরিশোধ করা হয়। জমি রেজিষ্ট্রি না দিয়ে জমি দাতা আবুল কালাম বিদেশে পালিয়ে যান। এতে তার ভাই থানায় অভিযোগ দায়ের করলে সিদ্ধান্ত মতে জমির দখল বুঝিয়ে দেয় তাদের। এবং বিদেশ থেকে দাতা এসে জমি তার ভাইয়ের নামে রেজিষ্ট্রি কর দেবে সিদ্ধান্ত হয়। হঠাৎ জমি দাতার স্ত্রী আঁখি আক্তার তার আত্মীয়-স্বজন দিয়ে জোর পূর্বক ক্রয়কৃত বাড়ি দখলে নেয়ার চেষ্টা করে। এতে কয়েক বার স্থানীয়ভাবে শালিশ ও বৈঠক হয়। স্থানীয়দের সিদ্ধান্তে জমির দখল তার ভাইকে বুঝিয়ে দেয়া হয়। কিন্তু হঠাৎ করে গঠনার দিন সকালে আঁখি আক্তার তার লোকজন দিয়ে জোর পূর্বক দা, ছেনি, লাঠিসোটা, লোহার রট ও দেশিয় অস্ত্র দিয়ে মারধর করে জমি এবং বাড়ি দখলের চেষ্টায় তাদের উপর হামলা চালান। এতে তাদের কয়েকজন নারী-পুরুষ গুরুতর আহত হন। স্থানীয় থানায় প্রতিপক্ষের বিরুদ্ধে মামলা দিলে তাদের একজন গ্রেপ্তার হয়।
আঁখি আক্তার বলেন, তার স্বামী আবুল কালাম বসত বাড়িসহ জমি বিক্রি করেন তার আপন ভাইর কাছে। তারা জমি বিক্রির পুরো টাকা দেননি। জমিতে সমস্যা রয়েছে বিক্রয়কৃত টাকা কম দিবে এসব বলছে। পরে তার স্বামী টাকা ফেরত দিতে চাইলে তারা ফেরত নেননি। উল্টো তাদের নামে মামলা দেয়। এসব নিয়ে গত দু'বছর ঝামেলা চলছে। এখন তার থাকার জায়গা নেই, তাই থাকতে এসেছেন তিনি। তারা আমাকে প্রচুর মারধর করেন। এবং মামলা দিয়ে হয়রানি করছেন।
কমলনগর থানা ইনচার্জ(ওসি) মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, ভাই-বোনের জমি সংকান্ত ঝামেলা হয়েছে। থানায় মামলা দায়ের হলে একজন আসামী গ্রেপ্তার হয়।