সেপ্টেম্বর ৭, ২০২৫

গণতান্ত্রিক লড়াইয়ে বিএনপি রক্ত দিতে ভয় পায় না: আহমেদ আযম খান

0
২৩৪২৩৪

পিআর পদ্ধতি নিয়ে জামায়াতের কঠোর সমালোচনা করে বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, ‘গনতান্ত্রিক লড়াইয়ে বিএনপি রক্ত দিতে ভয় পায় না। গণতন্ত্রের লড়াইয়ে রক্ত দিতে হয়, আরও রক্ত দেওয়া হবে, সকল ষড়যন্ত্রকে ভেদ করে এই দেশে গণতন্ত্র এবং নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত করা হবে।

তিনি বলেন,
‘কাল্পনিক ওই পিআর পদ্ধতির নির্বাচনের কথা ভুলে যান। মুখে এক কথা বলবেন আর অন্য কাজ করবেন এমন প্রতারণা করবেননা । তাহলে ৩০০ আসনে মনোনয়ন দিয়ে কেন পিআরের কথা বলছেন। দেশে গভীর ষড়যন্ত্র চলছে, গণতন্ত্র প্রতিষ্ঠা যাতে না হয়, জনগণের ভোটের অধিকার যাতে প্রতিষ্ঠিত না হয় নির্বাচিত সরকার যাতে না আসতে পারে, সেজন্য কঠিন ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্রকে মোকাবেলা করবার জন্য আপনাদেরকে (দলীয় নেতাকর্মীদের) ঐক্যবদ্ধ হতে হবে। দেশের ভেতরে এবং দেশের বাহিরে ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন নিয়ে গভীর ষড়যন্ত্র হচ্ছে। ষড়যন্ত্র করছে পলায়নরত ফ্যাসিবাদী শক্তি ও একাত্তরের ওই পরাজিত শক্তি। এ সকল ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দিতে হবে।’

শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেলে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন বিএনপির এ নেতা। হাজিরপাড়া হামিদিয়া উচ্চ বিদ্যালয়ে এ আয়োজন করা হয়।
তিনি আরও বলেন, ১৭ বছরে বিএনপির রক্ত রঞ্জিত হয়েছে বাংলাদেশের রাজপথ। বিএনপি ভয়ে ছদ্মনামে অন্য দলে যায় না। শহীদ জিয়ার পরিচয়ে থেকেই বিএনপি তার পরিচয়ে রক্ত দেয়। রক্ত আরও দেবো আমরা, কিন্তু কোন ষড়যন্ত্রের কাছে মাথানত করবো না। বিএনপির এ নেতা বলেন, লক্ষ্মীপুরের ৫৬ জন নেতা গুম খুনের শিকার হয়েছে। আমাদের দল বিএনপি সরকার গঠন করবে এবং এসব পরিবারের মুখে হাসি ফুটাবে।
চন্দ্রগঞ্জ থানা বিএনপির আহবায়ক এম বেল্লাল হোসেনের সভাপতিতে সম্মেলন উদ্বোধন করেন বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। সম্মেলনে চন্দ্রগঞ্জ থানা বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেন বাচ্চুর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ ভিপি হারুন, ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমান, বাফুফের সহ-সভাপতি মো. ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী ও সদর (পূর্ব) উপজেলা বিএনপির আহবায়ক মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ প্রমুখ।

প্রসঙ্গত, ২০১৪ সালের সদর থানা বিভক্ত হয়ে চন্দ্রগঞ্জ থানা গঠিত হয়। ২০২২ সালে ২৯ অক্টোবর সদর (পূর্ব) উপজেলা বিএনপি থেকে বিভক্ত করে সম্মেলন ছাড়াই চন্দ্রগঞ্জ থানা বিএনপির আহবায়ক কমিটি ঘোষণা করে জেলা বিএনপি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ