সেপ্টেম্বর ৭, ২০২৫

বিনামূল্যে চক্ষু চিকিৎসা পেলো প্রায় ৫ শতাধিক রোগী।

0
13.06.36_20193e2f

লক্ষ্মীপুরে রামগঞ্জে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও চিকিৎসা সেবা পেলো প্রায় ৫ শতাধিক রোগী।

বুধবার (০৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বালুয়া চৌমুহনীতে ব্র্যাক মাইক্রোফাইন্যান্স প্রোগ্রামের উদ্যোগে এই চিকিৎসা সেবা ক্যাম্পইন অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পের উদ্বোধন করেন, ব্র্যাক মাইক্রোফাইন্যান্স ইস্ট ডিভিশন সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার মো. মঈনুল হক চৌধুরী।

এসময় আরও উপস্থিত ছিলেন, ব্র্যাকের আঞ্চলিক ব্যবস্থাপক হুমাইরা আফরিন, ব্র্যাক জেলা সমন্বয়ক অরুণ কুমার দাস, রামগঞ্জ এলাকা ব্যবস্থাপক দুলাল চন্দ্র শীল, ইস্ট ডিভিশনাল কো-অর্ডিনেটর মো. জামান, রামগঞ্জ শাখা ব্যবস্থাপক শ্যামল চন্দ্র দাস সহ আরও অনেকে।

এই ক্যাম্পে জেলার গ্রামীণ ও প্রান্তিক জনগোষ্ঠীর প্রায় ৫ শতাধিক মানুষকে চক্ষু পরীক্ষা ও চিকিৎসা প্রদানের পাশাপাশি বিনামূল্যে চশমা ও ঔষুধ বিতরণ করা হয়। যার মধ্যে ৭০ ভাগ ছিলো নারী।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ