বসুন্ধরা শুভ সংঘ লক্ষ্মীপুরে মাদক-বাল্য বিবাহকে লালকার্ড শিক্ষার্থীদের


শুভ কাছে সবার পাশে এ স্লোগান নিয়ে বসুন্ধরা শুভ সংঘ এর আয়োজনে লক্ষ্মীপুরে মাদক, ইভটিজিং ও বাল্য বিবাহকে লালকার্ড দেখালো পাঁচ শতাধিক শিক্ষার্থী। একইসঙ্গে কিশোর অপরাধ প্রতিরোধে সামাজিক আন্দোলনের ডাক দিয়ে কিশোরগ্যাং বিরোধী সমাবেশও করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বেলা ১১ টার দিকে শহরের কলেজিয়েট উচ্চ বিদ্যালয় মাঠে এ আয়োজন করা হয়।
এতে সংগঠনটির জেলা সভাপতি ও লক্ষ্মীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শুভ সংঘের উপদেষ্টা ও বাফুফের সহ সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী। এসময় শুভ সংঘের আরও উপস্থিত ছিলেনস, প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক খোদেজা বেগম, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মাহবুবুর রহমান মামুন, ছাত্রনেতা হাসান মাহমুদ ইব্রাহিম, শুভ সংঘের সহসভাপতি সালমান হায়দার রাশেদ, সাধারণ সম্পাদক কাজল কায়েস, সহ সাধারণ সম্পাদক মো. নিজাম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো. রাসেল, ক্রীড়া সম্পাদক মো. গোলাম ছরোয়ার সেলিম, ইভেন্ট সম্পাদক কাজী আবদুর রহমান রাহাত, তথ্য সম্পাদক নজরুল ইসলাম তুহিন, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক নাহিদুল ইসলাম, স্বাস্থ্য ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক ফিরোজ আলম, সদস্য কিশোর কুমার দত্ত, দেলোয়ার হোসেন শিমুল, মো. কাউছার আহমেদ প্রমুখ।
সমাবেশে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘বসুন্ধরা শুভ সংঘ সমাজ উন্নয়ন ও ইতিবাচক কর্মকাণ্ডের মাধ্যমে প্রসংশিত হচ্ছে। মাদক, বাল্য বিয়ে ও ইভটিজিং একটি সামাজিক ব্যাধি। কিশোর গ্যাং তথা কিশোর অপরাধ এখন বড় সমস্যা। সচেতনতা মূলক এ সভায় লালকার্ড প্রদর্শনের মাধ্যমে সমাজে ইতিবাচক ও নৈতিবাচক ধারণা পেয়েছে। এছাড়া পড়ালেখার পাশাপাশি খেলাধূলার প্রতি আগ্রহী হওয়ার উপর গুরুত্বারোপ করেন তিনি।
শুভ সংঘের সভাপতি সাইদুল ইসলাম পাবেল বলেন, বসুন্ধরা শুভ সংঘ সামাজিক দায়বদ্ধতা থেকে কাজ করছে। ‘শুভকাজে সবার পাশে’- এ স্লোগান নিয়ে সমাজে ইতিবাচক বার্তা পৌঁছে দিচ্ছি। সমাজের অন্ধকার এবং অসংগতি দূর করতে লক্ষ্মীপুরসহ সারাদেশে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে
প্রধান শিক্ষক খোদেজা বেগম বলেন, মাদক ও বাল্য বিয়ের বিরুদ্ধে ছাত্র-ছাত্রীদের লালকার্ড প্রদর্শনের সচেতনমূলক ধারণা পেয়েছে। আমাদের বিদ্যালয়ের পাঁচ শতাধিক শিক্ষার্থী এ সমাবেশে অংশ নিয়েছে। এখন তারা ভালোমন্দ বুঝতে পারবে। পর্যায়ক্রমে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে এ কার্যক্রম বাস্তবায়নের জন্য আহ্বান জানান তিনি।
কয়েকজন শিক্ষার্থী বলেন, বাল্যবিয়ে, মাদক ও ইভটিজিং নিয়ে সকল শিক্ষা প্রতিষ্ঠানে সচেতনতা বাড়াতে হবে। তরুণরাই গড়বে আগামীর বাংলাদেশ।
সমাবেশ শেষে শিক্ষার্থীদের ফুটবল উপহার দেন অতিথিরা।