সেপ্টেম্বর ৭, ২০২৫

বিশ্ব সাহিত্য কুইজ প্রতিযোগীতায় পুরুস্কৃত হলেন ৪০শিক্ষার্থী

0
WhatsApp Image 2025-09-03 at 1.15.27 PM

লক্ষ্মীপুরে বিশ্ব সাহিত্য কেন্দ্রের কুইজ প্রতিযোগীতায় পুরুস্কৃত হলেন ৪০শিক্ষার্থী

‘আলোকিত মানুষ, বিকশিত বাংলাদেশ’ এ প্রতিপাদ্য নিয়ে দেশভিত্তিক উৎকর্ষ কার্যক্রমের অংশ বিশেষ বিশ^সাহিত্য কেন্দ্রের কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে লক্ষ্মীপুরে।

মঙ্গলবার সকালে স্থানীয় টাউন হল মিলনায়তনে ক্লাসভিত্তিক পাঠ্য বই ও সাধারণ জ্ঞান বিষয়ে কুইজ প্রতিযোগীতার এ আয়োজন করা হয়। এতে জেলার ৪টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩৫০জন শিক্ষার্থী অংশ গ্রহণ করে। এর মধ্যে বিজয়ী ৪০জন শিক্ষার্থীকে পুরুস্কৃত করা হয়।

এ অনুষ্ঠানে বিশ^ সাহিত্য কেন্দ্রের সাবেক ট্রাষ্টি ও অবসরপ্রাপ্ত সচিব খোন্দকার মো. আসাদুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক রাজিব কুমার সরকার। অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার গৌতম চন্দ্র মিত্র, বিকাশ লিমিটেড কর্মকর্তা হুমায়ুন কবির, বিশ্ব সাহিত্য কেন্দ্রের যুগ্ম পরিচালক (প্রোগ্রাম) মেসবাহ উদ্দিন আহমেদ সুমন প্রমুখ। এ প্রতিযোগিতায় অংশ নেয় শহরের কালেক্টরেট স্কুল এন্ড কলেজ, কলেজিয়েট উচ্চ বিদ্যালয়, সরকারী বালিকা উচ্চ দ্যিালয় ও পৌর শহীদ স্মৃতি একাডেমী।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, জেলা প্রশাসন লক্ষ্মীপুর জেলাকে সংস্কৃতি ও শিক্ষা বান্ধব করে গড়ে তুলতে সর্বাত্বক কর্মসূচি গ্রহণ করেছে।
পরে অতিথিবৃন্দ রামগঞ্জের দুটি বিদ্যালয়ের শিক্ষকদের হাতে উপহারের বই তুলে দেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ