অক্টোবর ২৫, ২০২৫

রক্তে রঞ্জিত হয়েও আমরা কেউ কাউকে ছেড়ে যাইনি, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

তারেক রহমানের উপর দেশের জনগণের আস্থা-বিশ্বাস বেড়েই চলেছে উল্লেখ করে বিএনপির যুগ্ম মহা সচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, ‘তারেক রহমানের নেতৃত্বে ভবিষ্যৎ পরিকল্পনায় এগোচ্ছি আমরা। বিগত আন্দোলন সংগ্রামে রক্তে রঞ্জিত হয়েও আমরা কেউ কাউকে ছেড়ে যাইনি। আমরা তার অপেক্ষায় আছি। তিনি আসবেন এবং এ দেশে একটা সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হবে এবং জনগণের সরকার গঠন করা হবে। ওই সরকারে নেতৃত্ব দিবেন তারেক রহমান।

বৃহস্পতিবার (২৮ আগষ্ট) দুপুরে লক্ষ্মীপুর পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে উদ্বোধনী বক্তব্যে এসব কথা বলেন এ্যানি।
তিনি আরও বলেন, ‘ফ্যাসিষ্টদের রাতের অন্ধকারের ভোট, দলীয় নেতা-কর্মীদের গুম খুন মামলা-হামলা নির্যাতনের পরও হাসিনার কাছে আমরা মাথানত করিনি। আন্দোলনে গ্রেফতার ও জেল খেটেছি, নেতাদের বাড়ী ভাঙচুর করা হয়েছে তারপরও আমরা পালাইনি। বহু এসপি ডিসির রক্ত চক্ষু দেখেছি, তাহের বাহিনীতো মামলি ব্যাপার ছিল কারো কাছে আমরা মাথানত করে নেতৃত্ব দেইনি। আগামীতেও সেই ঐক্য ধরে রাখার আহবান জানান এ্যানি।

এদিকে সম্মেলনের প্রধান অতিথি আবুল খায়ের ভুঁইয়া বলেন, ‘মেধাভিত্তিক রাজনীতি চান তারেক রহমান, তার বক্তব্য শোনে ও ৩১ দফা অনুযায়ী কাজ করলে আগামী দিনে বিএনপিকে সরানোর কোন শক্তি এ দেশে থাকবেনা। তিনি বলেন, আগামীদিনে দেশে এবং আন্তর্জাতিক পর্যায়ে যে চক্রান্ত হচ্ছে, যদি বিএনপি এদেশে ক্ষমতায় না আসে তাহলে দেশের মানচিত্র থাকবেনা, আমরা থাকবনা, কিন্তু পরবর্তী প্রজম্ম ভোগান্তির শিকার হবে।

সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির সহ শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এ বি এম আশ্রাফ উদ্দিন নিজান, চট্টগ্রাম বিভাগী সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, জেলা বিএনপির সদস্য সচিব সাহবুদ্দিন সাবু, যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমানসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা।
প্রসঙ্গত : দীর্ঘ এক যুগ পর লক্ষ্মীপুর পৌর বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয় এ দিন।

শেয়ার করুন