লক্ষ্মীপুরে গুম হওয়া ব্যক্তিদের সন্ধান চায় পরিবার

ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকারের সময়ে লক্ষ্মীপুরে বিএনপি নেতাসহ ৭জনকে আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে গুম করা হয়৷ দীর্ঘ ১০-১২ বছর অতিবাহিত হলেও গুম হওয়া ব্যক্তিদের কোন সন্ধান মেলেনি। ঘুম হওয়া ব্যক্তিদের ফিরে পেতে এবং বিচারের দাবীতে মানববন্ধন করেছে পরিবারের সদস্যরা।
গুম হওয়া ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবস উপলক্ষে শনিবার (৩০ আগস্ট) বেলা সাড়ে ১১ টার দিকে লক্ষ্মীপুর প্রেসক্লাবের সামনে ‘মায়ের ডাক’ নামে একটি সংগঠনের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে এ দাবী জানান তারা। এতে মানবাধিকার সংগঠন ‘অধিকার’ এর সদস্যরাও অংশ নেয়।
এতে বক্তব্য রাখেন, মায়ের ডাক সংগঠনের জেলা সভাপিত ইমন ওমর, মোজাহিদুল ইসলাম স্বাধীন ও ওমর ফারুকের স্ত্রী পারভীন আক্তার।
মানববন্ধনে লক্ষ্মীপুরে গুমের শিকার বিএনপি নেতা ওমর ফারুক, যুবদল নেতা ইকবাল মাহমুদ জুয়েল, বিএনপি নেতা বেলাল হোসেন, রাজু ও আলমগীরের পরিবারের সদস্য ও স্বজনরা উপস্থিত ছিলেন। এসময় গুমের শিকার ব্যক্তিদের সন্ধানের দাবি জানিয়েছেন তাদের স্বজনরা। একই সাথে গুমের ঘটনার সাথে জড়িতদের বিচারের দাবিও জানান।
