নুরের ওপর হামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে বিক্ষোভ

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল করেছে দলটির নেতাকর্মীরা। এসময় জাতীয় পার্টির নিষিদ্ধের দাবিতে বিভিন্ন স্লোগান দেয় তারা।
শনিবার (৩০ আগস্ট) বিকেলে জেলা গণঅধিকার পরিষদের ব্যানারে দক্ষিণ তেমুহনী থেকে মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উত্তর তেুহনী এলাকায় গিয়ে নেতাকর্মীরা সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এ কর্মসূচিতে একাত্মতা পোষণ করে এতে অংশ নেয় জুলাই মঞ্চ, আপ বাংলাদেশ ও লক্ষ্মীপুর ফ্যাসিবাদ জুলাই ঐক্য পরিষদ।
সমাবেশে বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের জেলা সভাপতি নুর মোহাম্মদ, সাধারণ স্পাদক সার্জেন (অবঃ) সোলাইমান চৌধুরী, দলের চট্টগ্রাম বিভাগীয় সাংগটনিক সম্পাদক মুরাদ হোসেন, জুলাই মঞ্চ লক্ষ্মীপুর জেলা কমিটির আহবায়ক বেলায়েত পাটোয়ারী ও আপ বাংলাদেশের জেলা আহবায়ক আব্দুল হামিদ প্রমুখ।
সমাবেশে বক্তারা ভিপি নুরের ওপর হামলায় বড় ধরণের চক্রান্ত বলে দাবি করেছেন। এই হামলায় জড়িতদের আইনের আওতায় এনে শাস্তির দাবি করেছেন তারা।
