জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ড. রেজাউল করিম বলেছেন, আমাদের মত, চিন্তা, ধর্ম-বর্ণ সব আলাদা হতে পারে, এক মায়ের গর্বে জম্ম নিয়ে যদি মত আলাদা থাকতে পারে তাহলে আমাদের তাতে কোন সমস্যা নেই। কিন্তু দেশ-জাতি ও মানবতার প্রশ্নে আমরা হবো মানবিক ও উন্নত , আমরা আমাদের মেধাকে কাজে লাগিয়ে আলোকিত বাংলাদেশ গঠনে এগিয়ে যাবো। সেই অঙ্গিকার ও শপথ নিয়ে আগামীর বাংলাদেশ হবে দুর্নীতি, অপরাজনীতি, অপসংস্কৃতি মুক্ত । সেই বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে আমরা এগিয়ে যেতে চাই।
শনিবার (৩০ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুর সরকারি কলেজ ছাত্র শিবিরের আয়োজনে ক্যাম্পাসের হলরুমে অনার্স প্রথম বর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
রেজাউল আরও বলেন, মাদকের ভয়াবহ থাবায় আজ যুব সমাজ ধ্বংস হচ্ছে। এক শ্রেণির রাজনীতিবিদরা তাদের কর্মী গড়ার লক্ষে এটার সঙ্গে জড়িত। তাদের হুশিয়ারি দিয়ে সুন্দর বাংলাদেশ বিনর্মাণে এগিয়ে আসার আহবান জানান জামায়াতের এ নেতা।
কলেজ শাখা শিবির সভাপতি আল-আমিনের সঞ্চালনায় এতে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় ছাত্র শিবিরের বিজ্ঞান সম্পাদক ডা. রিফাত মাহবুব। বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুর শহর শিবিরের সাবেক সভাপতি ফয়েজ আহমেদ, সরকারি কলেজের সাবেক সভাপতি অ্যাডভোকেট সুফিয়ান কামাল শামীম, সাবেক সভাপতি ফিরোজ হোসেন, লক্ষ্মীপুর শহর শিবির সভাপতি ফরিদ উদ্দিন ও সেক্রেটারি আব্দুল আউয়াল হামদু প্রমুখ।
নবীন বরণ অনুষ্ঠানে শিক্ষার্থীদের ক্যারিয়ার গাইডলাইন নিয়ে আলোচনা করেন বক্তারা। এসময় ফুল ও শিক্ষা সমাগ্রী দিয়ে তাদের বরণ করা হয়।