আগস্ট ২৫, ২০২৫

অক্টোবর-নভেম্বরের মধ্যেই দেশে আসছেন তারেক রহমান, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

1756035142520

অক্টোবর-নভেম্বরের মধ্যেই দেশে আসছেন তারেক রহমান এমন বার্তা দিয়ে বিএনপির যুগ্ম মহা-সচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, রাজনীতিতে ত্যাগ স্বীকার করতে হবে। আমরা যদি অপরাধ ও দূর্নীতি নিয়ন্ত্রণ করতে না পারি, তাহলে হাসিনা যে কাজগুলো করেছে অনেকে তখন বলবে এ কাজতো বিএনপি করতে পারে না। তাই পকেটস্থ করার রাজনীতি পরিহার করতে হবে, না হলে বিএনপি থেকে বিদায় নিতে হবে।

রবিবার (২৪ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে হাজিরহাট ইউনিয়ন পরিষদের সামনে উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এবার তারেক রহমান খুবই কঠোর এবং কঠিন। এজন্য তারেক রহমান ১৮০ দিনের প্ল্যান নিয়েছে। তারেক রহমান ৩৬৫ দিনের প্ল্যান নিচ্ছেন। দেশে ফেরার আগে দুর্নীতি বন্ধ করার ক্ষেত্রে কি উদ্যোগ গ্রহণ করতে হবে, সাধারণ মানুষের নিরাপত্তার ব্যবস্থা নিয়ে তিনি প্ল্যান করছেন।

তারেক রহমান আগামি নির্বাচনের পরে জনগণের সমর্থন নিয়ে বিএনপির নেতৃত্বে দেশ পরিচালনার প্ল্যান তৈরি করছেন। জিয়াউর রহমানের স্বপ্ন যতদিন পর্যন্ত বাস্তবায়ন না হবে ততক্ষণ পর্যন্ত ধীরে ধীরে এই প্ল্যানগুলোকে তারেক রহমান লন্ডনে বসে একটা উন্নত বিশ্বের প্ল্যানে নিয়ে যাওয়ার পরিকল্পনা করে আমাদের মাঝে আসছেন। এখনো কিছু মামলা জটিলতা রয়েছে। খুব একটা সমস্যা তার আসার ক্ষেত্রে নেই। নভেম্বরের মধ্যে আমরা তাকে কাছাকাছি দেখতে পারবো, ইনশাআল্লাহ। আমরা তার অপেক্ষায় রয়েছি।
এ্যানি জামায়াত এবং ইসলামী আন্দোলনকে উদ্দেশ্য করে আরও বলেন, জাতীয় ঐক্যমতের সরকার গঠনে এবং ফ্যাসিবাদ বিরোধী ঐক্য দৃড় করতে হবে। কথা বার্তায় আরও সতর্ক হতে হবে। জাতীয় ঐক্যমতটা জরুরী।

সম্মেলনে কমলনগর উপজেলা বিএনপির আহবায়ক গোলাম কাদেরের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম এবং প্রধান বক্তা ছিলেন বিএনপির সহ শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এবিএম আশরাফ উদ্দিন নিজান।
কমলনগর উপজেলা বিএনপির সদস্য সচিব নুরুল হুদা চৌধুরী ও যুগ্ম আহবায়ক এম দিদার হোসেনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদল হারুনুর রশিদ, জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম-আহবায়ক হাসিবুর রহমান, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের জেলা সভাপতি হাফিজুর রহমান, বাফুফের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী, বিএনপি নেতা নিজাম উদ্দিন ভূঁইয়া ও জেলা শ্রমিক দলের সভাপতি আবুল হাশেম প্রমুখ।

শুরুতে জাতীয় ও দলীয় সঙ্গিত পরিবেশন করে পতাকা উত্তোলন এবং পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করা হয়।
প্রসঙ্গত: ১০ বছর পর কমলনগর উপজেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়। এর আগে ২০২২ সালে ২৯ অক্টোবর আহবায়ক কমিটি গঠন করে দলটি। সর্বশেষ সম্মেলন হয় ২০১৫ সালে।

সংবাদটি শেয়ার করুন