লক্ষ্মীপুরে শিক্ষক সমিতির মানববন্ধন

লক্ষ্মীপুরে সরকারি প্রাথমিকে বৃত্তি পরীক্ষা পুনরায় চালু করায় সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি। একইসঙ্গে কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষকদের “উদ্বত্তপূর্ণ আচরণ” এবং “অন্যায় আবদারের” তীব্র প্রতিবাদ জানিয়েছেন তারা।
বৃহস্পতিবার (৭ আগস্ট ) বিকেল ৪ টায় সদর উপজেলা পরিষদের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে এ প্রতিবাদ জানান সংগঠনটির নেতারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন, সমিতির জেলা সভাপতি আব্দুল কাদের, সাধারণ সম্পাদক আলাউদ্দিন আলো, সদর উপজেলা সভাপতি গোলাম মাওলা, সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সবুজ।
বক্তারা বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মানোন্নয়ন ও শিক্ষার্থীদের উৎসাহিত করতে বৃত্তি পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রভাব বিস্তারের অপচেষ্টা ও সরকারের সিদ্ধান্তকে বিতর্কিত করার অপচেষ্টার নিন্দা জানান। এসময় শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।