নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুর থেকে নোয়াখালী চৌরাস্তা পর্যন্ত জরাজীর্ণ আঞ্চলিক মহাসড়কে দুর্ঘটনা কমাতে চারলেনের দাবিতে মানববন্ধন করা হয়েছে।
রোববার (২৭ এপ্রিল) সকালে লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সামনে সর্বস্তরের জনগণের ব্যানারে এ আয়োজন করা হয়।
লক্ষ্মীপুর থেকে নোয়াখালীর চৌরাস্তা আঞ্চলিক মহাসড়কটি ঢাকা-চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে যাতায়াতের একমাত্র সড়ক হওয়ায় চারলেনের দাবিতে আন্দোলনে নেমেছে জনগণ।
এতে বক্তব্য রাখেন জেলা যুবদলের আহ্বায়ক রেজাউল করিম লিটন, যুগ্মআহ্বায়ক সোহরাব হোসেন বুলু, সদর (পশ্চিম) উপজেলা যুবদলের আহবায়ক আব্দুল মালেক, সদর (পূর্ব) উপজেলা যুবদলের আহবায়ক জাহাঙ্গীর আলম, লক্ষ্মীপুর পৌর যুবদলের সিনিয়র যুগ্মআহ্বায়ক আনোয়ার জুলফু, সদস্য সচিব মুনছুর আহমেদ ও জেলা যুবদলের সদস্য (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) শামছুল আহসান মামুন প্রমুখ। এ সময় পৌর শহরের বিভিন্ন এলাকার শতাধিক বাসিন্দা উপস্থিত ছিলেন।
জেলা যুবদলের রেজাউল করিম লিটন বলেন, লক্ষ্মীপুর থেকে নোয়াখালী চৌরাস্তা সড়কটি ঢাকা-চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে যাতায়াতের একমাত্র পথ। বর্তমানে সড়কটি খানাখন্দ সৃষ্টি হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এতে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। সড়কটির লক্ষ্মীপুর অংশে বাস টার্মিনাল, ইসলাম মার্কেট, পুলিশ লাইনস ও জকসিন বাজার এলাকায় খুব বেহাল দশা। এসব পয়েন্টে বালু উড়ে আশপাশের পরিবেশ বিনষ্ট হয়ে পড়েছে। এ সড়কে চলাচলে নাভিশ্বাস সৃষ্টি হয়েছে। এ অবস্থায় দ্রুত টেন্ডার কার্যক্রম শেষ করে চারলেন প্রকল্প বাস্তবায়ন জরুরি হয়ে পড়েছে।
লক্ষ্মীপুর সড়ক ও জনপথ বিভাগের উপসহকারী প্রকৌশলী মঞ্জুর আহমেদ চৌধুরী বলেন, সড়কটি নিয়ে যাচাই বাছাই শেষ হয়েছে। যাচাই-বাছাইয়ের জন্য বিলম্ব হয়। এখন টেন্ডার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
প্রসঙ্গত, গত জানুয়ারিতে লক্ষ্মীপুর-নোয়াখালী চৌরাস্তা আঞ্চলিক মহাসড়কটি (কুমিল্লা-লালমাই-চাঁদপুর-লক্ষ্মীপুর-বেগমগঞ্জ সড়ক) চারলেনে উন্নতিকরনে দরপত্র আহ্বান করা হয়। মার্চ মাসের শুরুর দিকে টেন্ডার প্রক্রিয়া শেষ হওয়ার কথা থাকলেও তা হয়নি।
প্রধান সম্পাদক: সাঈদুল ইসলাম পাবেল
সম্পাদক ও প্রকাশক : মুজাহিদুল ইসলাম
Copyright © 2025 Lakshmipurnews24.com. All rights reserved.