নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার লক্ষ্যে ভবিষ্যতে উন্নতি ও সমৃদ্ধ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ মার্চ) দুপুরে সদর উপজেলা মিলনায়তনে এ আয়োজনে ৩ শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামশেদ আলম রানা।
বিশেষ অতিথি ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ে কর্মরত বিসিএস (শিক্ষা) মো. মোস্তাফিজুর রহমান ও ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ হাবিবুর রহমান সবুজ প্রমুখ। কর্মশালায় শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন প্রধান অতিথিসহ কৃতি শিক্ষার্থীরা।
এতে প্রতিষ্ঠানের ৩ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠানটিতে প্রায় ২ হাজার শিক্ষার্থী অধ্যয়নরত। প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ হাবিবুর রহমান সবুজ বলেন, উচ্চ শিক্ষার ক্ষেত্রে শিক্ষার্থীদের পড়ালেখার প্রস্তুতিসহ পরিকল্পনা গ্রহণের লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে। কিভাবে পড়ালেখা করলে শিক্ষার্থীরা পাবলিক বিশ্ববিদ্যালয় ও সরকারি মেডিকেল কলেজসহ ভালো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পাবে সে বিষয়ে আলোচনা করা হয়।