প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৬, ২০২৫, ১০:৪২ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৩, ২০২৫, ৪:৩৯ পূর্বাহ্ণ
রণবীর-আলিয়া অভিনীত ‘লাভ অ্যান্ড ওয়ার’ ঈদে মুক্তি পাচ্ছে না
বিনোদন ডেস্ক: রণবীর কাপুর, ভিকি কৌশল ও আলিয়া ভাটকে নিয়ে ‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবি তৈরি করছেন পরিচালক সঞ্জয় লীলা বনশালি। ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল ২০২৬ সালের ঈদে। কিন্তু এখন জানা যাচ্ছে, সেই সময় ছবি মুক্তি পাবে না। সেই একই সময়ে মুক্তি পাবে যশ অভিনীত ‘টক্সিক’। বক্সঅফিসের টক্কর এড়ানোর জন্যই কি ছবির মুক্তি পিছিয়ে দেওয়া হয়েছে? ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, ২০২৬ সালের মার্চ মাসে আর মুক্তি পাবে না ‘লাভ অ্যান্ড ওয়ার’। ছবির শুটিং শুরু হয় যথা সময়ে।
তবে জানা যাচ্ছে, মুক্তি পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সঞ্জয় লীলা বনশালি। ২০২৫ সালের নভেম্বরের মধ্যে ছবিটি তৈরি হয়ে যাওয়ার কথা ছিল। এখন জানা যাচ্ছে, ২০২৬-এর ফেব্রুয়ারির আগে তা কিছুতেই হবে না। ছবিটি মুক্তি পেতে পারে ২০২৬-এর মাঝামাঝিতে।
ছবি তৈরির ক্ষেত্রে সমস্যা তৈরি হয়েছে। ছবিটি নিজের টাকায় তৈরি করছেন বনশালি। ডেডলাইনের আগেই যাতে ছবি তৈরির কাজ শেষ হয়, তা নিয়ে চিন্তিত ছিলেন তিনি। বাজেটের মধ্যে থেকে কাজ করতে চান বনশালি।
Copyright © 2025 Lakshmipurnews24.com. All rights reserved.