Thursday,  Sep 20, 2018   3 PM
Untitled Document Untitled Document
সংবাদ শিরোনাম: •লক্ষ্মীপুরে মাদক ব্যবসায়ীর মুক্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন, বিপাকে শিক্ষক •রামগঞ্জে মাদ্রাসায় শিক্ষার্থীদের বলাৎকার; অভিভাবকগণ আতঙ্কে •রামগঞ্জে ক্ষুদে মেসি: ৪ ম্যাচে ৯ গোল! •পশুর সাথে শত্রুতা- অল্পের জন্য রক্ষা! •একজন যোগ্য শিক্ষকের হাত ধরে তৈরি হয় একজন সু-নাগরিক...... ড. আনোয়ার হোসেন খাঁন •রামগঞ্জে রমজান উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত •লক্ষ্মীপুরে রেড ক্রস ও রেড ক্রিসেন্ট সোসাইটির প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
Untitled Document

আবারো কাঁদলেন ওবামা

তারিখ: ২০১৬-০৬-১৫ ২৩:৫৪:৪১  |  ১৫৮৬ বার পঠিত

0 people like this
Print Friendly and PDF
« আগের সংবাদ পরের সংবাদ»

ঢাকা: চলতি বছরের শুরুর দিকে যুক্তরাষ্ট্রে বন্দুক সহিংসতায় নিহত শিশুদের স্মরণ করে বিবৃতি প্রদান করার সময় একবার কেঁদে ফেলেছিলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। এবার আরো একবার জনসম্মুখে কাঁদলেন তিনি।

বড় মেয়ে মালিয়ার গ্রাজুয়েশনের দিনে আবারো কেঁদে ফেলছিলেন এই মার্কিন প্রেসিডেন্ট। আর পাঁচটা বাবার মতোই আবেগে ভাসলেন তিনি। আর তাই মালিয়াকে গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করতে দেখে তাই ফুঁপিয়ে কেঁদে উঠলেন ওবামা।

ওয়াশিংটনের সিডওয়েল ফ্রেন্ডস স্কুল থেকে গ্র্যাজুয়েশন করেন ১৭ বছরের মালিয়া। এই অনুষ্ঠানে হাজির ছিলেন তার বাবা। সেখানেই কেঁদে ফেলেন ওবামা। এক সাংবাদিক সম্মেলনে তিনি নিজেই সেকথা জানিয়েছেন।

ওবামা বলেন, কেউ যাতে তার চোখের পানি দেখতে না পান সেজন্য তিনি কালো চশমায় চোখ ঢেকেছিলেন। কিন্তু তাতেও রক্ষা হয়নি। কান্নার বেগ থামাতে গিয়ে তিনি শব্দ করে ফেলেন। সেই শব্দ শুনতে পেয়ে অনেকেই তার দিকে তাকান। এরপর তিনি কান্না থামান।

মালিয়া হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন। তবে আপাতত পড়াশোনা থেকে এক বছরের ছুটি নিচ্ছেন তিনি। আগামী বছর থেকে ফের পড়াশোনা শুরু করবেন। ওবামার ছোট মেয়ে সাশা দুই বছর পরে গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করবে। সেই কারণে এ বছরের নভেম্বরে হোয়াইট হাউস থেকে তাদের বিদায় নিতে হলেও ওয়াশিংটনেই থাকার সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামা।


এ পাতার অন্যান্য সংবাদ

Untitled Document
  • সর্বশেষ সংবাদ
  • সবচেয়ে পঠিত
  • এক্সক্লুসিভ

  • Top
    Untitled Document