লক্ষ্মীপুরে এনসিপি কেন্দ্রীয় নেতাদের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন


মোঃরাসেল আগামী ২২ জুলাই জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় নেতাদের আগমনকে কেন্দ্র করে লক্ষ্মীপুরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এ উপলক্ষে শনিবার (১৯ জুলাই) বিকেলে লক্ষ্মীপুর প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন দলের স্থানীয় নেতাকর্মীরা।
এসময় উপস্থিত ছিলেন,জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম-আহবায়ক মাহবুব আলম,এনসিপি নেতা আলমগীর হোসেন, জাহাঙ্গীর আলম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির আহবায়ক আরমান হোসেন, মুখ্য সংগঠক সাইফুল ইসলাম মুরাদ, যুগ্ম আহবায়ক আরিয়ান রায়হানসহ অনেকে।
সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম-আহবায়ক মাহবুব আলম বলেন, কেন্দ্রীয় নেতাদের স্বাগত জানাতে ইতোমধ্যে নানা প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। লক্ষ্মীপুর শহরের উওর তেমুহনীতে একটি সভার আয়োজন করা হয়। এতে এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন বলে নিশ্চিত করেন তিনি।
বক্তারা জানান, দলের সাংগঠনিক কার্যক্রম জোরদার ও জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে এই সমাবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা সকল নেতা-কর্মী, সমর্থক ও সাধারণ জনগণকে উক্ত পদযাত্রায় উপস্থিত থাকার আহ্বান জানান।