লক্ষ্মীপুরে কালের কণ্ঠ মাল্টিমিডিয়ার বর্ষপূর্তি উদযাপন


নিজস্ব প্রতিনিধি:
লক্ষ্মীপুরে নানান আয়োজনে ‘সত্যে তথ্যে সবার আগে’ এ প্রতিপাদ্যে কালের কণ্ঠের মাল্টিমিডিয়ার বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (১ জুলাই) দুপুরে লক্ষ্মীপুর প্রেস ক্লাবের মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনক শেষে কালের কণ্ঠ মাল্টিমিডিয়ার বর্ষপূর্তির কেক কাটে অতিথিরা।
লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেলের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামশেদ আলম রানা।
কালের কণ্ঠের লক্ষ্মীপুর প্রতিনিধি কাজল কায়েসের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারী এ আর হাফিজ উল্যাহ, লক্ষ্মীপুর বণিক সমিতির সাধার সম্পাদক আবুল কালাম আজাদ, লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি আ হ ম মোশতাকুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক কামাল হোসেন, সাবেক সভাপতি কামাল উদ্দিন হাওলাদার, সাংবাদিক গাজী গিয়াস উদ্দিন, প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মীর ফরহাদ হোসেন সুমন, সাংবাদিক হাবিবুর রহমান সবুজ, সাইফুল ইসলাম স্বপন প্রমুখ।
বক্তারা কালের কণ্ঠ মাল্টিমিডিয়ার প্রসার ও সত্য সংবাদ পরিবেশনে গুরুত্ব দিয়ে বক্তব্য প্রদান করেছেন।