লক্ষ্মীপুরের নদী ভাঙনের কবলে বয়ার চর ব্রিজ


লক্ষ্মীপুরে নদী ভাঙনের কবলে বয়ার চর ব্রিজ। ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন রামগতি উপজেলার প্রায় ৩০ হাজার মানুষ। ডুবোচর সৃষ্টি হওয়ায় নদীর গতিপথ পরিবর্তন হয়েছে বলে জানায় স্থানীয় প্রশাসন।
ভুলুয়া নদী পারাপারে দুই দশক আগে লক্ষ্মীপুরে তৈরি করা হয় এই বয়ার চর ব্রিজ। গেল এক মাস ধরে চলা নদী ভাঙনে ব্রিজের দুই পাশে তৈরি হয়েছে এমন বিশাল গর্ত।
বর্ষায় বেড়েছে নদী ভাঙনের তীব্রতা। এরইমধ্যে নদীগর্ভে বিলীন কবরস্থান’সহ বিভিন্ন সরকারি-বেসরকারি স্থাপনা। এবার ভাঙন ঝুঁকিতে রামগতির সাথে নোয়াখালীর সড়ক পথে যোগাযোগের অন্যতম মাধ্যম ব্রিজটি।
এই ব্রিজ দিয়েই যাতায়াত করে আশপাশের প্রায় ৩০ হাজার মানুষ। কাছেই রয়েছে একটি মৎস্য অবতরণ কেন্দ্র। ব্রিজটি ক্ষতিগ্রস্ত হলে গ্রামীণ অর্থনীতিতেও প্রভাব পড়বে বলে শঙ্কা স্থানীয়দের।
ডুবোচর সৃষ্টি হওয়ায় নদীর গতিপথ পরিবর্তন হয়েছে বলে জানায় স্থানীয় প্রশাসন। আর একারণেই দেখা দিয়েছে ভাঙন। তবে, আর আশ্বাস নয় ভাঙন রোধে একটি টেকসই বাঁধ নির্মাণের দাবি গ্রামবাসীর।