“এক শহীদ এক বৃক্ষ” কর্মসূচিতে শহীদদের স্মরণে বৃক্ষরোপণ লক্ষ্মীপুরে


মোঃ রাসেল লক্ষ্মীপুরে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে “এক শহীদ এক বৃক্ষ” কর্মসূচি পালিত হয়েছে। শনিবার (১৯ জুলাই) বেলা ১১টায় সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে এই কর্মসূচির উপলক্ষে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।
জেলা প্রশাসন ও উপকূলীয় বন বিভাগের আয়োজনে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পরিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধির বার্তাও দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক, রাজিব কুমার সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সম্রাট খীসা,বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ মেজবা উল আলম ভূঁইয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা, জামশেদ আলম রানা, উপকূলীয় বন বিভাগের কর্মকর্তা মিঠুন চন্দ্রনাথ,ছাত্র প্রতিনিধি আরমান হোসেন ও লক্ষ্মীপুর সদর উপজেলায় শহীদ পরিবারের স্বজনরা।
জেলা প্রশাসক রাজিব কুমার সরকার বলেন, গাছ আমাদের অক্সিজেন দেয়, পরিবেশ রক্ষা করে। শহীদদের স্মরণে বৃক্ষরোপণের এই মহতি উদ্যোগ আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।”
এক শহীদ এক বৃক্ষ” কর্মসূচির মাধ্যমে শহীদদের স্মৃতিকে জীবন্ত রাখার পাশাপাশি পরিবেশ রক্ষার লক্ষ্যে সারাদেশে গাছ লাগানোর পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।