জুলাই ১৯, ২০২৫

আজ ফ্রি ইন্টারনেট ডে, যেভাবে পাওয়া যাবে ১ জিবি ফ্রি ইন্টারনেট

1752816816454

অনলাইন ডেস্ক

গত বছর জুলাই মাসে কোটা সংস্কার আন্দোলন চলাকালীন সময় সারাদেশে ইন্টারনেট বন্ধ করে দেয় তৎকালীন আওয়ামী লীগ সরকার। সেই বিষযটি নিয়ে আন্দোলনের এক বছর পূর্তি উপলক্ষ্যে দেশের সব মোবাইল গ্রাহককে বিনামূল্যে এক জিবি ইন্টারনেট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি)।

শুক্রবার (১৮ জুলাই) এই ইন্টারনেট দেওয়া হবে। গ্রাহকরা পাঁচ দিন মেয়াদে এই ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ বিটিআরসি’র সিস্টেম অ্যান্ড সার্ভিসেস বিভাগ।

বুধবারের সেই বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন, জন-আকাঙ্ক্ষা পূরণ এবং জনস্বার্থে ১৮ জুলাই ‘ফ্রি ইন্টারনেট ডে’ ঘোষণা উপলক্ষে গ্রাহকদের ফ্রি ইন্টারনেট দিতে নির্দেশ দেয়া হয়েছে। গত ৯ জুলাই মোবাইল অপারেটরদের এ নির্দেশ দেওয়া হয়।

বিটিআরসি জানিয়েছে, ফ্রি ইন্টারনেট সুবিধা নিতে গ্রাহকদের নিজ নিজ অপারেটরের নির্ধারিত কোড ডায়াল করতে হবে।

গ্রামীণফোন: 1211807#

রবি: 41807#

বাংলালিংক: 1211807#

টেলিটক: 1111807#

সংবাদটি শেয়ার করুন