জুলাই ১৮, ২০২৫

বাজুসের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।

Screenshot_20250717-155312

নিজস্ব প্রতিনিধি বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)-এর ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লক্ষ্মীপুরে এক বর্ণাঢ্য আলোচনা সভার আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে বেলুন ও কেক কেটে উপজেলা মিলনায়তনে সভার আয়োজন করা হয় ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির যুগ্ন মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, এছাড়া জেলা ও উপজেলার জুয়েলার্স ব্যবসায়ীরা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

আলোচনা সভায় বক্তারা বাজুসের দীর্ঘ ৬ দশকের অবদান তুলে ধরে বলেন, দেশের অর্থনীতিতে স্বর্ণ শিল্পের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তাঁরা স্বর্ণ ব্যবসাকে আরো স্বচ্ছ, নিরাপদ ও যুগোপযোগী করার আহ্বান জানান।

অনুষ্ঠানে বাজুসের ভবিষ্যৎ পরিকল্পনা, সদস্যদের স্বার্থ সংরক্ষণ এবং আধুনিক প্রযুক্তির সঙ্গে খাপ খাইয়ে ব্যবসার উন্নয়নে করণীয় বিষয় নিয়েও আলোচনা করা হয়।

সংবাদটি শেয়ার করুন