জুলাই ১৭, ২০২৫

জুলাই গণহত্যার বিচার ও ঘোষণাপত্র দাবিতে লক্ষ্মীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ

IMG-20250716-WA0003

জুলাই গণহত্যার বিচার ও জুলাই ঘোষণাপত্র প্রদানের দাবিতে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।

মঙ্গলবার (১৫ জুলাই) সন্ধ্যায় শহরের উত্তর তেমুহনী আফনার চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে দক্ষিণ তেমুহনী মাশরুর চত্বরে গিয়ে শেষ হয়।

মিছিল শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক মো. আরমান হোসেন, সদস্য সচিব শায়েদুর রহমান রাফি, মুখ্য সংগঠক সাইফুল ইসলাম মুরাদ, আরিয়ান রায়হান ও বেলাল হোসেন হৃদয়।
বক্তারা বলেন, “জুলাই মাসে সংগঠিত গণহত্যার বিচার এবং একটি স্পষ্ট ঘোষণাপত্র দিতে হবে। এই মাসের মধ্যেই দাবি বাস্তবায়ন না হলে সামনে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।”
তারা আরও বলেন, দেশের সকল বৈষম্য, নিপীড়ন ও অন্যায়ের বিরুদ্ধে তাদের আন্দোলন চলমান থাকবে এবং গণআন্দোলনের মাধ্যমেই জনগণের ন্যায্য দাবি আদায় করা হবে।

সংবাদটি শেয়ার করুন