পরিবেশ সচেতনতায় লক্ষ্মীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ ও মেলার উদ্বোধন


মোঃ রাসেল পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি”এই স্লোগান নিয়ে লক্ষ্মীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলার উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৫ই) জুলাই বিকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে জেলা প্রশাসন ও উপকূলীয় বন বিভাগ নোয়াখালীর যৌথ আয়োজনে বৃক্ষরোপণ অভিযান ও মেলার উদ্বোধন করা হয়।
প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে উদ্বোধন করেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার, নোয়াখালী উপকূলীয় বন বিভাগের কর্মকর্তা আবু ইউসুফের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্তি পুলিশ সুপার রায়হান কাজেমী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সম্রাট খ্রীসা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা, সহকারী বন সংরক্ষণ কর্মকর্তা মিঠুন চন্দ্র দাস প্রমুখ। উদ্বোধন উপলক্ষে র্যালী অনুষ্ঠিত হয়, র্যালীটি কালেক্টরেট প্রাঙ্গন থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ে আলোচনা সভা মিলিত হয়, এইসময় স্টল পরিদর্শন করেন অতিথিরা।
জেলা প্রশাসক রাজীব কুমার সরকার বলেন,
একটি দেশের ভারসাম্যপূর্ণ পরিবেশ রক্ষার জন্য ২৫ ভাগ বনভূমি থাকা প্রয়োজন। সে লক্ষ্য থেকে এখনও আমরা অনেক দূরে রয়েছি। লক্ষ্য মাত্রা যদি পূরণ করতে চাই, বাংলাদেশ কে যদি বাসযোগ্য করে রাখতে চাই পরবর্তী প্রজন্মের জন্য, নিরাপদ রাখতে চাই। তাহলে পরিবেশ রক্ষার কোন বিকল্প নাই। বৃক্ষরোপণ একটি অত্যন্ত শক্তিশালী হাতিয়ার হিসেবে কাজ করবে। এ আয়োজন সচেতনতা তৈরি জন্য আমরা প্রতিদিন কিছু না কিছু আয়োজন করবো।যেমন ছাত্র-ছাত্রীদের জন্য কুইজ,বিতর্ক প্রতিযোগিতা। যেন তারা ও গাছ কে ভালোবাসতে শিখে। বৃক্ষমেলার মধ্যে দিয়ে আমরা লক্ষ্মীপুর জেলা কে পরিবেশবান্ধব হিসেবে গড়ে তুলবো। এই মেলায় জেলার বিভিন্ন নার্সারি প্রায় অর্ধশতাধিক স্টল অংশগ্রহণ করেছে।