প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৮, ২০২৫, ৩:০৮ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৪, ২০২৫, ৬:২০ অপরাহ্ণ
লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
নিজস্ব প্রতিবেদক গুপ্ত সংগঠনের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানে মব সৃষ্টির অপচেষ্টা, শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্ট এবং সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে লক্ষ্মীপুর জেলা ছাত্রদল।
সোমবার (১৪ জুলাই) বিকেলে শহরের উওর তেমুহনী থেকে মিছিলটি শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দক্ষিণ তেমুহনীতে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয় দলীয় নেতাকর্মীরা। এতে জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম সাধারণ সম্পাদক আবদুল্লা আল মামুনসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন।
সমাবেশে বক্তারা বলেন, একটি অশুভ গোষ্ঠী পরিকল্পিতভাবে শিক্ষা প্রতিষ্ঠানে সহিংসতা ও বিশৃঙ্খলা সৃষ্টি করে শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করতে চাচ্ছে। তারা এসব ষড়যন্ত্র বন্ধ করে শিক্ষাঙ্গনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান। সারাদেশে ক্রমাগত আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে, যা রাষ্ট্রীয় ব্যর্থতার বহিঃপ্রকাশ। তারা দ্রুত এই অবস্থার পরিবর্তন এবং দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানান।
Copyright © 2025 Lakshmipurnews24.com. All rights reserved.