নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুর সদর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শাহাদাত হোসেনের বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
গত মঙ্গলবার বিকেলে উপজেলার পাঁচটি ক্লাষ্টারের প্রধান শিক্ষকগণের উদ্যোগে স্থানীয় চাইনিজ রেস্টুরেন্ট ঐতিহ্য কনভেনশন সেন্টারে বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মাকসুদ আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কে এম জামান। অনুষ্ঠানে আবেগময় বক্তব্য রাখেন বিদায় অতিথি মোঃ শাহাদাত হোসেন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শহিদুল ইসলাম আগত অতিথি সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম। শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক জসিম উদ্দিন, প্রদীপ কান্তি মজুমদার, বিপ্লব সরকার, প্রমুখ। অনুষ্ঠানটি সঞালনা করেন প্রধান শিক্ষক লক্ষণ চন্দ্র সাহা। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক বিদায়ি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে আলোচনা করার সময় শিক্ষকরা বলেন, বিদায়ী উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শাহাদাত হোসেন ছিলেন একজন দায়িত্ববান ও কর্ম প্রিয় মানুষ, যিনি স্বল্প সময়ের মাঝেও কর্মরত শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানের কল্যাণে যথাসাধ্য কাজ করে গেছেন। অনুষ্ঠানের শুরুতে শিক্ষকদের পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত অফিসারদের ফুলেল শুভেচ্ছা সহ বিদায়ী অতিথিকে ক্রেস্ট এবং উপহার সামগ্রী প্রদান করা হয়।
উল্লেখ্য, উপজেলা সহকারী শিক্ষা অফিসার শাহাদাত হোসেন লক্ষ্মীপুর সদর উপজেলায় প্রায় ৩ বছরের বেশি সময় কর্মরত ছিলেন। বদলিজনিত কারণে তার নতুন কর্মস্থল চাঁদপুর ফরিদগঞ্জ উপজেলায়। আমরা বিদায়ি অতিথির সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করি।