প্রিন্ট এর তারিখঃ জুলাই ৩, ২০২৫, ৪:৪৯ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২, ২০২৫, ৫:১৯ অপরাহ্ণ
এখনো জুলুম মুক্ত হয়নি বাংলাদেশ : ড.রেজাউল করিম
নিজস্ব প্রতিনিধি : জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারী ড. মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, আমরা জুলাই শহীদদের স্মরণ করতে চাই বীর হিসেবে। আমরা জুলাই শহীদদের স্মরণ করতে চাই আগামি দিনের দুর্নীতি-দুঃশাসনমুক্ত একটি বাংলাদেশ বিনির্মাণের মাধ্যমে। বাংলাদেশ জালিমের কবল থেকে মুক্তি পেয়েছে। ফ্যাসিবাদ পালিয়েছে, আমাদের আফনান, ওসমান এবং কাউছারদেরকে হত্যা করে খুনীরা পালিয়েছে। কিন্তু জুলুম থেকে বাংলাদেশ এখনো মুক্ত হয়নি। চাঁদাবাজির কবল থেকে বাংলাদেশ মুক্ত হয়নি। লুণ্ঠনের কবল থেকে বাংলাদেশ মুক্ত হয়নি। অপসংস্কৃতি থেকে বাংলাদেশ মুক্ত হয়নি।
বুধবার (২ জুলাই) দুপুরে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে জামায়াতের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে লক্ষ্মীপুরের উত্তর তেমুহনী এলাকায় অসহায়দের মাঝে আয়োজিত খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। জেলা জামায়াতের ব্যানারে এ আয়োজন করা হয়।
রেজাউল করিম বলেন, শহীদের মায়েরা আমাদের কাছে কিছু চান না। শহীদের আপনজনরা চান শুধু, তাদের সন্তানদের যে স্লোগান ছিল 'উই ওয়ান্ট জাস্টিস', সেই ইনসাফের বাস্তবায়ন তারা দেখতে চান। শহীদের রক্তের উপরে দাঁড়িয়ে আবার কেউ চাঁদাবাজি, লুন্ঠন, জুলুমতন্ত্র, ফ্যাসিবাদী পন্থায় কথা বলবেন সেই বাংলাদেশ আমরা আর দেখতে চায় না। আসুন আমরা ঐক্যবদ্ধভাবে ছাত্রজনতের রক্তের প্রতি শ্রদ্ধা রেখে ফ্যাসিবাদমুক্ত এবং ইনসাফভিত্তিক বাংলাদেশ বিনির্মাণে সবাইকে এগিয়ে আসার আহবান জানাচ্ছি।
এসময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী নাছির উদ্দিন মাহমুদ, লক্ষ্মীপুর শহর জামায়াতের আমীর আবুল ফারাহ নিশান, নায়েবে আমীর জহিরুল ইসলাম ও সেক্রেটারী হারুনুর রশীদ প্রমুখ।
Copyright © 2025 Lakshmipurnews24.com. All rights reserved.